শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
ইমরান হোসেন ইমুুঃ
র্যাব-১০ এর কেরানীগঞ্জ ক্যাম্প সিপিসি-২ বৃহস্পতিবার ২৪ জানুয়ারী বিকাল ৫ টায় ১৫টি অতিথী পাখি সহ আল আমিন নামে একজনকে গ্রেফতার করে।
ক্যাম্পের কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন সাংবাদিকদের জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তার নেতৃত্বে ঢাকা জেলার দঃকেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাপুর বাজারে অভিযান চালিয়ে বিদেশী এই পাখিগুলো উদ্ধার করে।
পাখিগুলোর মধ্যে মেন্ডি রিয়াম নামে পাখি ৭টি,বুশ/বালিহাঁস ৫টি এবং কালিন নামে ৩টি অতিথী পাখি জব্দ করা হয়।
পাখিগুলো বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন আইনে মামলা প্রক্রিয়াধীন।