৩৫০০ পিস ইয়াবাসহ রাজধানীর ওয়ারী থানার বনগ্রাম এলাকা থেকে দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব ১০ এর সিপিসি-২ টিম।
গ্রেপ্তারকৃত ২জন হচ্ছে মোঃ আবু সাইদ (৪৮) পিতা-মৃত সুলতান মোল্লা ও মোসাঃ মালেকা বেগম (৩৭) স্বামী: আবু সাঈদ ।
বুধবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি ২ কোম্পানী কমান্ডার মেজর সৈয়দ ইমরান এর নেতৃত্বে বিশেষ একটি অভিযান পরিচালনা করে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
উক্ত অভিযানে তাদের কাছে থাকা ইয়াবা ব্যবসার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন সেট ও মাদক বিক্রির নাগদ ২৬হাজার৮শ’৩০টাকা জব্দ করা হয়।
র্যাব-১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানির (সিপিসি-২) কোম্পানি কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে তাদের কে ৫১, বনগ্রাম, মনু মিয়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওয়ারী থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com