এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। রোববার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে কর্ণফুলী থানার ফকিরনীরহাট এলাকা থেকে গাড়িটি আটক করে পুলিশ। পালিয়ে যাওয়ার সময় মো.জসিম নামে একজনকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী এলাকায় এ তল্লাশি চালানো হয় বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশ । কক্সবাজার থেকে নগরীতে আসার সময় পুলিশের অবস্থান বুঝতে পেরে অন্য দিকে চলে যাচ্ছিল।
এ সময় ধাওয়া দিয়ে জসিম নামের একজনকে আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক জসিমের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ।
ইয়াবা পাচারের সঙ্গে তার সাথে কারা জড়িত সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com