বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
একাদশ জাতীয় নির্বাচনের ফল নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ‘জাতীয় সংলাপ’ আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিকালে জাতীয় ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর জেএসডি সভাপতি আ স ম আবদুর রব সাংবাদিকদের এই কর্মসূচি জানান। ওই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা দলটির কোনো নেতা উপস্থিত ছিলেন না।
বৈঠকে মোস্তফা মহসিন মন্টু জানান যে তাদের দলের নির্বাচিতরা শপথ নেবেন না। নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য তারা সংসদে যেতে চান না। ৩০ ডিসেম্বরের ‘ভোট ডাকাতি’র নির্বাচনের প্রতিবাদে যারা সরব, তাদের এই সংলাপে আমন্ত্রণ জানানো হবে।