কেরানীগঞ্জ স্বর্ণের বার ছিনতাই করতে গিয়ে আটক ২।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
কেরানীগঞ্জে পুলিশ ও ডিবি পরিচয় স্বর্ণের বার ছিনতাই করতে গিয়ে আটক ২
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পুলিশ ও ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণের বার ছিনতাইকালে স্থানীয়রা পুলিশের পোশাক পরিহিত দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশের পোশাক পরিহিত সোহেল রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত এবং অপর ডিবি পুলিশের জ্যাকেট পরিহিত ব্যক্তি ডিবি পুলিশের গাড়ি চালক বলে নিজেদের পরিচয় প্রদান করে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর গুদারাঘাট এলাকায় শুক্রবার সকাল ৯টায় খাজা সুপার মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১টি স্বর্ণের বার উদ্ধার ও তাদের ব্যবহৃত ডিবি পুলিশ স্টিকার সম্বেলিত মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ ১৫—১৮১০) জব্দ করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
দোহারের জয়পাড়া বাজারের অরিন্দ্র জুয়েলার্সের মালিক বিকাশ হালদার ও পলাশ হালদার এগারটি স্বর্ণের বার নিয়ে রাজধানীর তাতিবাজার যাওয়ার সময় তাদের কয়েকজন মিলে পুলিশ পরিচয় স্বর্ণ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সঙ্ঘবদ্ধ দলের কয়েক সদস্য পালিয়ে গেলেও স্থানীয় জনতা পুলিশের পোশাক পরিহিত ২ জনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে।
ঘটনার সত্যতা স্বীকার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল কালাম আজাদ জানান, স্বর্ণের বার ছিনতাইকালে স্থানীয়রা পুলিশের পোশাক পরিহিত ২ ছিনতাইকারীকে আটক করে। পরে পুলিশ গিয়ে ১১টি স্বর্ণের বারসহ দুজনকে গ্রেফতার ও তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে। স্বর্ণের বারগুলো বৈধ কিনা এবং আটককৃত দুজন পুলিশের সদস্য কিনা তা খতিয়ে করে দেখা হচ্ছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com