কেরানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সর্দার সহ গ্রেপ্তার ৮ জন।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতরা হল, মো.জিয়া মোল্লা (৪২),বাবু ওরফে মাস্টার বাবু (৩০), টুটুল মৃধা(৪৫),শরীফুল ইসলাম(৩০), জাকরিয়া ওরফে জিকরি (২৬), মো. বাবুল (৩০), সাইফুল ইসলাম (২৩) ও রাসেদুল ইসলাম ওরফে বিটু (২৬)।
শনিবার সন্ধ্যায় কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ডাকাতদেরকে কেরানীগঞ্জ , ঢাকা মেট্রো ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান,গত ৮ মার্চ দিবাগত রাত থেকে ৯মার্চ পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলার তিনটি স্থানে সিরিজ ডাকাতি হওয়ার ঘটনায় মামলা হয়। পরে তথ্য প্রযুক্তির সহযোগীতায় দেশের বিভিন্নস্থান থেকে ডাকাতদের গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে ।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com