সদরঘাটে একটি লঞ্চে ভয়াবহ আগুন।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার সদরঘাটে এডভেঞ্চার ৯ নামক ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে লঞ্চের ব্যাপক ক্ষয়ক্ষতি হলোও কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। রবিবার সকাল সাড়ে দশটায় সদরঘাটের ৪নম্বর পল্টুনে নোঙ্গর করা অবস্থায় দ্বিতীয় তলার ভিআইপি কেবিন থেকে আগুনের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে আশেপাশের লঞ্চগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে র্্যাব, নৌপুলিশ, আনসার ও লঞ্চের স্টাফদের সহায়তায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের উপ পরিচালক অহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। এ ঘটনায় ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করবে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com