কেরানীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
নাসির উদ্দিন, কেরানীগঞ্জ থেকে: ঢাকার কেরানীগঞ্জে সাতটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী সাদেক (৪৯)কে তার দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশকিছু গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানাধীন মান্দাইল খালপাড় ঘাট এলাকার ডরিন বেকারির সামনে থেকে ৪০০গ্রাম গাঁজাসহ সাদেক কে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ২০পিস ইয়াবাসহ জনী (২৯) ও ১০ পিস ইয়াবাসহ শাহ-আলম (৩৬) নামে তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু সালাম মিয়া জানান, গ্রেফতারকৃত সাদেক এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা আদালতে চলমান। আজ (বৃহস্পতিবার) সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com