দিনের পর দিন পার হলেও ফুটপাতের দোকান উঠাতে পারেনি প্রশাসন।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ বনি আমিন
ঢাকার কেরানীগঞ্জে ঈদুল আযহা উপলক্ষে ফুটপাত ও জনগণের চলাচলের ব্রিজ দখল করে অস্থায়ী দোকান বসিয়ে চলছে ব্যাপক চাঁদাবাজি। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পরে উপজেলা প্রশাসন থেকে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে ৪৮ ঘন্টা পার হওয়ার পরেও এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়া হয়নি। উল্টো সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে শেয়ার হওয়ার পরে এখনো পর্যন্ত ব্যবস্থা না নেয়ায় হতাশা প্রকাশ করে কমেন্টস বক্সে মন্তব্য করেছে অনেকে।
এদের মধ্যে কেরানীগঞ্জ একটি সামাজিক গ্রুপে আব্দুর রহিম"এই সমস্ত ভ্রাম্যমান দোকানের কারণে যানজট সৃষ্টি হয়ে চলাচলের অনেক অসুবিধা হচ্ছে পাশাপাশি মার্কেটের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এ বিষয়ে প্রশাসনের কেউ নেই ব্যবস্থা নেয়ার জন্য"এমনটা মন্তব্য করেছেন। পাশাপাশি হাফিজুর রহমান তাজ নামে আরেকজন মন্তব্য করেছেন আঞ্চলিক শাখার নেতাদের বিরুদ্ধে এ ধরনের চাঁদাবাজির অনেক অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। নাদিম খান নামক আরেকজন লিখেছেন,ব্রিজের উপর দিয়ে যানজটের কারণে রিক্সা দিয়ে যাওয়া তো দূরের কথা, হেঁটেও যাওয়া যাচ্ছে না, প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেয়ার আশা প্রকাশ করছি।
তবে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য যাদের ব্যবস্থায় নেয়ার কথা তারাই যদি সাধারণ নেতাদের কাছে অসহায়ত্ব প্রকাশ করে, তাহলে জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে, এ প্রশ্ন এখন ভুক্তভোগী স্থানীয় বাসিন্দাদের।
এ বিষয়ে সংশ্লিষ্ট শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, ব্রিজে ভ্রাম্যমান দোকান বসিয়ে জনগণের অসুবিধা কোনভাবেই করা যাবে না। আমি স্থানীয় মেম্বার সহ নিজে গিয়ে এখনই ফুটপাত থেকে ভ্রাম্যমান দোকান উঠিয়ে রাস্তা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দিব।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে দিয়েছি তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তাছাড়া এ সমস্ত দোকান যেন কোথাও না বসতে পারে সেজন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া আছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com