কেরানীগঞ্জে ছুরিকাঘাতে সাগর খান নামে এক যুবকের মৃত্যু
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
কেরানীগঞ্জে ছুরিকাঘাতে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় এক দিনপর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছে। নিহত যুবকের নাম সাগর খান (২২।
গত মঙ্গলবার (১২জুলাই) রাতে সে মারা যায়। নিহত সাগর পটুয়াখালী জেলার গলাচিপা থানা আমখোলা খোকন খাঁনের ছেলে। টাইলসের দোকানের কর্মচারী নিহত সাগর বর্তমানে কেরানীগঞ্জের পূর্ব বন্ধডাকপাড়া এলাকায় পরিবারের সাথে ভাড়া বসবাস করতেন।
জানাগেছে, গত সোমবার সাগরের বাসার পাশে কনসার্ট হচ্ছিল। সেখানে বন্ধুদের সঙ্গে অনুষ্ঠান দেখতে গিয়ে কথা কাটাকাটি হয়। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
নিহতের বাবা খোকন খাঁন জানান, অনুষ্ঠান শেষ করে রাত ৩টার দিকে বাসায় ফিরছিল সাগর। বাসার কাছাকাছি আসলে কে বা কারা সাগরের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাগর।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সাগরের পেটে ছুরিকাঘতের চিহ্ন ছিল। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আবজালুল হক জানান, সাগর নিহতের ঘটনায় বাবা খোকন খান বাদী হয়ে কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com