দক্ষিণ কেরানীগঞ্জ থানার আয়োজনে ওপেন হাউজ ডে পালিত ।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
অপরাধ দমন ও পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আয়োজনে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড এলাকায় এ উপলক্ষে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মাদক, সন্ত্রাস, চুরি ডাকাতি, বাল্যবিয়ে, ইভটিজিং সহ এলাকার সকল ধরনের সমস্যা পুলিশের সামনে তুলে ধরেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ নুর আলম উপস্থিত থেকে মনোযোগ সহকারে সমস্যা গুলো শুনে যত দ্রুত সম্ভব সমাধানের আশ্বাস প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমিনুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির, ঢাকা জেলা পুলিশ(দক্ষিণ) ট্রাফিক ইন্সপেক্টর পীযূষ কুমার মালো, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর অপারেশন সরজিত কুমার, তেঘরিয়া এলাকার বিট ইনচার্জ এসআই আবুল হাসান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com