কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরাণীগঞ্জে ১১টি চোরাই অটোরিক্সাসহ চোর চক্রের ০৬ সদস্যকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বাচ্চু মিয়া,নজরুল ইসলাম, ফারুক, আরিফুল, রিপন শেখ,দ্বীন ইসলাম।
আজ সকাল ১১ টায় মডেল থানায় কেরাণীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাহাবুদ্দিন কবির সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অটোরিকশা ছিন্তাইকারীদল অটোরিকশা চুরি করে চোর চক্রটি অটোরিকশা রং করে ও আকার আকৃতি পরিবর্তন করে তা বিভিন্ন গ্যারেজে বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে ওসি অপারেশন আশিকুর রহমানের নেতৃত্বে রুহিতপুর এলাকায় অভিযান চালিয়ে ১১টি চোরাই অটোরিকশাসহ গ্রেফতার ছয় আসামিকে গ্রেফতার করে। তিনি আরও জানান,উদ্ধারকৃত ১১টি অটোরিকশার আনুমানিক মূল্য ছয় লক্ষ ষাট হাজার টাকা। এ বিষয়ে কেরাণীগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়।