রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ চব্বিশের বিজয়ের চেতনায় ইসলামী সংস্কৃতির বিজয়ের পথ সুগম হোক -স্বপ্নসিঁড়ি কেরানীগঞ্জে শিক্ষা খাতে সর্বাধুনিক সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করল উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা সাধারণ সম্পাদক নিরব। রাজধানীর পুরান ঢাকার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে শাক্তা বড় মসজিদের পাশে রাস্তা থেকে শামীম আজাদ(৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার। ওল্ড ঢাকা ৯৫ এর আয়োজনে পিঠা উৎসব ও হাস পাটি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এড,মোহাম্মদ খোরশেদ আলমকে তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচছা রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

কেরানীগঞ্জে তাবলীগ জামাতের জোড়ের বৃহত্তম জুম্মার নামাজ অনুষ্ঠিত।

কেরানীগঞ্জে তাবলীগ জামাতের জোড়ের বৃহত্তম জুম্মার নামাজ অনুষ্ঠিত।


কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
তাবলীগ জামাতের ৫দিন ব্যাপী জোড়কে কেন্দ্র করে কেরানীগঞ্জে দেশের বৃহত্তম জুম্মার নামাজ শুক্রবার অনুষ্ঠিত হয়। শুক্রবার জুম্মার নামাজে ঢাকার আশপাশের কয়েক লক্ষ মুসল্লী বামনশূল ঢাকা জেলার ইজতেমার (কিংস্টার হাউজিং) ময়দানে আসতে থাকেন। তাবলীগের মূলধারা (মাওলানা সাদ কান্ধলভী দাঃবাঃ এর অনুসারী) তিনচিল্লার সাথী ও ১চিল্লার উলামায়ে কেরামের জোড় হলেও, জুম্মার নামাজকে কেন্দ্র করে জোড়ের ময়দান জনসমুদ্রে পরিণত হয়। ময়দানে জায়গা না পেয়ে আশেপাশের সড়কেও আগত মুসুল্লিরা দাড়িয়ে জুমার নামাজের শরিক হয়। প্রত্যেক নামাজের পরে ময়দানে উর্দু ভাষায় বয়ান হয় ও বাংলায় তরজমা করা হয়। বয়ানে মুরুব্বিরা বলেন, মানুষের দুনিয়া ও আখিরাতের সফলতা একমাত্র দ্বীন ইসলামের মধ্যেই আল্লাহ রাখছেন। মানুষ আজ দ্বীন না বুঝার কারনে দুনিয়ার অল্প সময়ের জীবনকে উদ্দেশ্য বানিয়ে আখিরাতকে নষ্ট করছেন । জুম্মার নামাজের ইমামতি করেন, তাবলীগ জামাতের বর্ষিয়াণ মুরুব্বি ও কাকরাইল মসজিদের আহলে শূরা মাওলানা মোশাররফ হোসেন, বাদ জুম্মা বয়ান করেন, দিল্লীর নিজামুদ্দিন মারকাজের মুরুব্বি মাওলানা মাহমুদ সাহেব(দিল্লী) ।
গত ২৯ নভেম্বর মঙ্গলবার থেকে শূরু হওয়া এই জোড় ৩ নভেম্বর শনিবার দুপুর ১২ ঘটিকায় ভারতের নিজামুদ্দিন মারকাজের মাওলানা আঃ সাত্তার সাহেবের পরিচালনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি হবে ইনশাআল্লাহ । দুআর আগে হেদায়তি কথা বলবেন, নিজামুদ্দিন মারকাজের প্রবীণ মুরুব্বি মাওলানা জমশেদ হোসেন।
তাবলীগের মাঠের জামাতের সাথী মো: সায়েম জানান, দিল্লির নিজামুদ্দিন মারকাজের তাবলীগের মুরব্বিদের তত্বাবধানে ২০, ২১ ও ২২ জানুয়ারি ইজতেমা অনুষ্ঠিত হবে। এই পাঁচ দিনের জোড়ে ২৫টি দেশের প্রায় ৭৫০ জন বিদেশি মেহমান উপস্থিত হয়েছেন। বিদেশি মেহমানরা বিশ্ব ইজতেমা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলায় দাওয়াতি কাজ করবেন।
০২.১২.২০২২

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host