শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
কেরাণীগঞ্জে গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন।
কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
কেরাণীগঞ্জের আগানগর ইউনিয়নের হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। আজ ৩০ ডিসেম্বর শুক্রবার আগানগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ শীতবস্ত্র বিতরন করা হয়। এসময় স্থানীয় প্রায় পাঁচ শতাধি দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়। স্থানীয় সাংসদ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরন করেন। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি ও কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ,থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই মামুন,
আগানগর ইউপি চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর শাহ খুশী,ঢাকা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসরারুল হাসান আশু,দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, সাধারন সম্পাদক এ্যাড.জাকির আহম্মেদ, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার অলিউর রহমান, থানা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাল জুয়েল,ইউপি সদস্য মো.শাহিন,মো.কামাল আলী, আহসান তুহিন,আব্দুর রাজ্জাক রুবেল, মো.রফিক,দেলোয়ার হোসেন দিলু, মো.মিন্টু মিয়া,মহিলা ইউপি সদস্য আনোয়ারা বেগম,ফারজানা বেগম চাঁদনী,তাহমিনা আক্তার প্রমুখ।