কিশোর গ্যাং” লিডারজালাল ওরফে পিচ্চি জালাল বাহিনীর ১৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ,শ্যামপুর ও কদমতলী এলাকা থেকে “কিশোর গ্যাং” লিডারজালাল ওরফে পিচ্চি জালাল বাহিনীর ১৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০।
সোমবার দুপুরে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র্যাব-১০ সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে র্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি ফরিদ উদ্দিন জানান, বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য গ্রেফতারের পর যাচাই-বাছাই শেষে কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন থানায় আট জনের বিরুদ্ধে ছিনতাই মামলা থাকায় তাদেরকে শ্যামপুর কদমতলী থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাকি ৮ জনকে কাউন্সিলিং করে মুসলেকা নিয়ে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
আসামীরা হলেনঃ০১. শাহ জালাল ওরফে পিচ্ছি জালাল(১৯), ০২. মোকাব্বির হোসেন আয়ান(১৯),০৩. ইমন সরদার (২০),০৪ মোঃ রাসেল (১৯),০৫. মোঃ সুজন (১৯),০৬. মুন্না হোসেন(১৯),০৭. রাজু (১৯),০৮ মোঃ হাসান(১৯)।
এই কর্মকর্তা আরো জানান, পিচ্ছি জালাল এই কিশোর গ্যাং বাহিনীর লিডার। জালাল একটি সক্রিয় বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ, শ্যামপুর ও কদমতলী থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এমনকি জনসমাগম স্থানে একাকী পথচারীদের আকষ্মিক ভাবে ঘিরে ধরে আশপাশের কেউ বুঝে ওঠার আগেই দেশীয অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা পয়সা, স্বর্নালংকার, মোবাইল ল্যাপটপ ডাকাতি করে দ্রুত পালিয়ে যেত।
প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বীকারোক্তি মুলক তারা জানান চুরি ছিনতাই ছাড়াও মাদক সেবন ও বিক্রি, চাঁদাবাজি ইভটিজিং পাড়া-মহল্লায় মারামারি অসামাজিক অশ্লীল ভিডিও যোগাযোগ মাধ্যমে প্রচার করে আসছিল। যাদের ছেড়ে দেয়া হয়েছে আগামী দিন গুলোতে তাদের সর্বাক্ষনিক নজরদারিতে রাখা হবে। এই কর্মকর্তা আরো বলেন, র্যাব ১০ কিশোর গ্যাং এর সাথে জড়িত অপ্রপ্ত বয়স্ক শিশুদের আইনের আওতায় এনে সুস্থ্য ও সুন্দর জীবন উপহার দিতে তারা সুন্দর ভাবে লেখাপড়া চলাফেরা করতে পারে এই উপদেশ দেন।
৩০ ০১ ২০২৩
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com