শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
কেরাণীগঞ্জে আ’লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
বিএনপির অগ্নি সন্ত্রাস,নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে দেশব্যাপী ডাকা বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে কেরাণীগঞ্জেও প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগ। আজ ৩০ জুলাই রবিবার বিকেলে থানা আওয়ামী লীগের জিনজিরাস্থ কার্যালয়ে প্রথমে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে এবং থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই মামুনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শুভাঢ্য ইউপি চেয়ারম্যান হাজি মো. ইকবাল হোসেন, সহ-সভাপতি ও আগানগর ইউপি চেয়ারম্যান হাজি জাহাঙ্গীর শাহ খুশী, সহ-সভাপতি আজাহার বাঙালী, থানা আ’লীগের যুগ্ম সম্পাদক হারুন অর রশীদ পিন্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- ইঞ্জিনিয়ার অলিউর রহমান, সদস্য মোবারক হোসেন নোবেল, মো.দেলোয়ার হোসেন, স্বাধীন শেখ, মো.মিজানুর রহমান মিজান, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম,সাধারণ সম্পাদক ডা.মো.সেলিম, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজি মো. সাকুর হোসেন সাকু, কোন্ডা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান চৌধুরী ফারুক, তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক,শাক্তার সাবেক ইউপি চেয়ারম্যান হাজী মো.সালাহ উদ্দিন লিটন, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটু,জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাক হোসেন,সাধারণ সম্পাদক আজাদ উল্লাহ আজাদ, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী বাসের,দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন প্রমুখ।
সমাবেশ শেষে হাজার হাজার নেতা-কর্মী সমন্বয়ে একটি বিক্ষেভ মিছিল বের হয়ে জিনজিরা ও আগানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চুনকুটিয়া চৌরাস্তাায় গিয়ে শেষ হয়।