কেরানীগঞ্জে আমবাগিচা এলাকায় দুটি বাড়িতে আগুনে ৮টি ঘর পুড়ে ছাই।
মোঃ ইমরান হোসেন ইমু,কেরানীগঞ্জ।
ঢাকার কেরানীগঞ্জের আমবাগিচা এলাকায় জুট কাপড়ের বস্তা থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি তবে বাড়িতে থাকা আটটি সেমিপাকা ঘর ও সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৭ নভেম্বর ) ভোর রাত চারটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর আমবাগিচা
ভাই ভাই রোড এলাকায় মোখলেস মিয়ার একতলা সেমিপাকা বাড়ি ও লাওনী বেগমের টিনশেড বাড়িতে রাখা জুটের বস্তা থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
তাৎক্ষণিক স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয় এবং আশেপাশের বিভিন্ন বাড়ির রিজার্ভ ট্যাংক থেকে পাইপ লাগিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে মোখলেস মিয়ার বাড়িতে থাকা পাঁচটি ঘর ও লাওনী আক্তারের বাড়িতে থাকা তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনে ইনচার্জ মোঃ কাজল মিয়া জানান, ভোর সোয়া চারটায় অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সর্বশেষ সকাল সাড়ে ছয়টায় আগুন পুরোপুরি নিভিয়ে অভিযান সমাপ্ত করা হয়েছে।আগুনে বাড়ি থাকা সমস্ত ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশেপাশের বাড়িগুলো ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র সূত্রপাত ধারনা করা হলেও তদন্ত শেষে আগুনের বিস্তারিত কারণ জানা যাবে।
এ সময় অগ্নিকাণ্ডের ঘটনা শুনে আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর শাহ খুশি ঘটনাস্থলে পরিদর্শন করেন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com