বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
ঢাকা জেলার নভেম্বর /২০২৩ মাসের শ্রেষ্ঠ তদন্তকারী সাব-ইন্সপেক্টর হিসেবে বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেন এসআই আবুল কালাম আজাদ।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
কেরানীগঞ্জ মডেল থানার একটি মোবাইল চুরি মামলার তদন্ত করতে গিয়ে চোর চক্রের দখল থেকে বিপুল পরিমাণ মোবাইল উদ্ধার ও ঘটনার সাথে সরাসরি জড়িত আসামিদের গ্রেফতার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ঢাকা জেলার শ্রেষ্ঠ তদন্তকারী সাব-ইন্সপেক্টর হিসেবে ঢাকা জেলার সুযোগ্য ও মানবিক পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান, (পিপিএম বার) মহোদয় অদ্য ইং ২৫/০১/২০২৪ তারিখ বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকার সময় ঢাকা পুলিশ লাইন্স, মিলব্যারাক কনফারেন্স হল রুমে পুলিশ সুপার মহোদয় মাসিক প্রশাসনিক ও অপরাধ সভায় বিপুল পরিমাণ মোবাইল সেট উদ্ধার ও ঘটনার সাথে সরাসরি জড়িত আসামিদের গ্রেফতার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ঢাকা জেলার নভেম্বর/২০২৪ মাসে শ্রেষ্ঠ তদন্তকারী সাব-ইন্সপেক্টর হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ঢাকা জেলার সুযোগ্য ও মানবিক পুলিশ সুপার মহোদয় আমাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) জনাব মোঃ সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা শাখা), জনাব মোবাশশিরা হাবিব খান(পিপিএম) মহোদয় । কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তফা কামাল।ওসি তদন্ত খালেদুর রহমান খালেদ।
মোবাইল চুরির মামলায় বিপুল পরিমাণ মোবাইল উদ্ধার ও ঘটনার সাথে সরাসরি জড়িত আসামিদের গ্রেফতার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান সহ অভিযানের সাহস যুগিয়েছেন এবং অভিযানের বিষয় সার্বিক সহযোগিতা করেন কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা পুলিশের আস্থার প্রতীক জনাব মোঃ শাহাবুদ্দিন কবীর(বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মহোদয় ।