বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
শামীম আহম্মেদ ঃ
ঢাকার কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে শাহীন আহমেদ এবং ভাইস চেয়ারম্যান পদে সাহিদুল হক সাহিদ,মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলো বেগম নির্বাচিত হয়েছেন। আজ(১৪মার্চ) সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ঢাকা ফয়সাল কাদের তার অফিসে আনুষ্ঠিকভাবে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষনা করে তাদের প্রত্যেককে চিঠি প্রদান করেন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অন্যকোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় উপজেলা চেয়ারম্যান,ভাইসচেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এই তিনটি পদে তাদেরকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত শাহীন আহমেদ এই নিয়ে তৃতীয়বার উপজেলা চেয়ারম্যন পদে নির্বাচিত হলেন । এর আগে তিনি ২০০৯ সালের নির্বাচনে সাবেক শুভাঢ্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিনকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালের নির্বাচনে দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি আলহাজ্জ মোঃ নাজিম উদ্দিন মাষ্টারকে পরাজিত করে দ্বিতীয়বার তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ২০১২ ও ২০৬ সালে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরুস্কার গ্রহন করেন। তিনি বর্তমানে উপজেলা আওয়ামীলীগের আহবায়কের দ্বায়িত্ব দক্ষতার সাথে পালন করে আসছে। এবছর চতুর্থদাপে আগামী ৩১মার্চ কেরানীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।