কেরাণীগঞ্জে নানা আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালন
নিজস্ব প্রতিবেদক শাামীম আহমেদ ,।
কেরাণীগঞ্জ-
সারা দেশের ন্যায় কেরাণীগঞ্জেও নানা আয়োজনে পালন করা হয় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন । দিবসটি পালন উপলক্ষে দিনভর নানা কর্মসূচীর আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন। দিবসের কর্মসূচীর মধ্যে রয়েছে মাছের পোনা অবমুক্ত করন,গাছের চারা রোপন, আলাচনা সভা, মিলাদ মাহফিল, দোয়ামোনাজাত ও কেক কাটা।
বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে ৭৪ পাউন্ডের বিশাল কেক কেটে দলীয় প্রধানের জন্মদিন উৎযাপন করেছেন কেরানীগঞ্জের নেতাকর্মীরা। এ উপলক্ষে আজ সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগের জিনজিরাস্থ প্রধান কার্যালয়ে কেট কাটার পুর্বে সরকার প্রধানের সুস্থতা ও উন্নতি কামনা করে দোয়া করা হয়। কেরানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের নেতৃত্বে এসময় অন্যান্যেও মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: শাহজাহান, জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, জিনজিরা ইউপি চেয়ারমান হাজী সাকুর হোসেন সাকু, তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, দক্ষিন কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী মুস্তাক হোসেন,সাধারন সম্পাদক আজাদ উল্লাহ আজাদ, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আওয়ামীলীগ নেতা মীর আসাদ হোসেন টিটু, জাকির আহমেদ, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো.হুমায়ুন গনি,সাংগঠনিক সম্পাদক হাজী মো.জাহিদ হোসেন রনি, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.ইয়ামিন প্রমুখ। এর আগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে দিনভর কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা প্রশাসেন পক্ষ থেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসুচী পালন করা হয়। এতে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথসহ উপজেলঅ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান আজকের ‘মাদার অব হিউম্যানিটি’ শেখ হাসিনা। তার ডাকনাম হাসু। বঙ্গবন্ধু আদর করে তাকেএই নামেই ডাকতেন। #
কেরাণীগঞ্জ থেকে
২৮-০৯-২০২০ইং।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com