শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
“সাভারে ডাকাতি কালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ০২ জন ডাকাত গ্রেফতার,
সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু
সাভার মডেল থানায় অদ্য ইং ২০/০৬/২০২১ তারিখ সকাল অনুমান ১১.৩০ ঘটিকার দিকে সাভার মডেল থানাধীন ইমান্দিপুর রহিমা বেগমের বাড়ীতে জোর পূর্বক অস্ত্র শস্ত্রে ভয়দেখাইয়া ঘরে ০৬ জন ডাকাত প্রবেশ করিয়া গৃহ কত্রীকে জিম্মি করিয়া মোবাইল, নগদ ১,১০,০০০/- টাকা ও স্বর্ণালংকার লুন্ঠন করিয়া পালিয়ে যাওয়ার।
প্রাক্কালে গৃহকত্রী কতৃক ডাকচিৎকার দিলে ০৪ জন দ্রুত পালিয়ে গেলেও (১) অপু(৩০), পিতা-মৃত মেসবাহ উদ্দিন, সাং- মধ্য ইমান্দিপুর, থানা-সাভার, জেলা-ঢাকা ও (২) সুমন@নুর আলম(৩৪), পিতা-মৃত ফজলুর রহমান, সাং-ধরনজিল, থানা-পাচগিবি, জেলা-জয়পুরহাটদ্বয়কে এলাকাবাসী ঘেরাও করে রাখে। সংবাদ পেয়ে সাভার মডেল থানা টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগনের সহায়তায় উক্ত ০২ জন ডাকাত দেরকে ধৃত আটক করে ও অত্র থানা পুলিশ তাদের কাছ থেকে ০১টি বড় ধারালো ছোরা, ০২টি ধারালো চাপাতি ও লুণ্ঠিত ০৫ টি মোবাইল উদ্ধার করে। এই বিষয়ে সাভার মডেল থানায় অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি ডাকাতির ঘটনা ঘটে আমরা দুজনকে আটক করেছি সাভার মডেল থানায় একটি ডাকাতি মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছেন