বুড়িগঙ্গায় অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
ঢাকার বুড়িগঙ্গা নদীতে অজ্ঞাত এক যুবকের(২৫) ভাসমান লাশ উদ্ধার করেছে বসিলা নৌ পুলিশ ফাঁড়ি। কচুরিপানার সাথে ভাসমান অবস্থায় লাশটি দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।
আজ (৯ই নভেম্বর) মঙ্গলবার বিকাল তিনটার দিকে কেরানীগঞ্জের খোলামোড়া ঘাট থেকে উত্তর দিকে মধু হাজির হাউজিং বরাবর মাঝ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় নিহতের পরনে কোনো কাপড় ছিলনা। তবে লাশের গায়ের ও হাতের চামড়া খসানো ছিল। লাশটির পরিচয় নিশ্চিতের জন্য বিভিন্ন থানায় ওয়ারলেস মারফত সংবাদ প্রেরণ করা হয়েছে।
বসিলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লুৎফর রহমান জানান, জোয়ারের পানিতে ভেসে আসতে দেখে স্থানীয়রা বরিশুর নৌ পুলিশ ফাঁড়ি খবর দেয়। পরবর্তীতে বরিশুর ফাঁড়ি থেকে আমাদেরকে জানানো হলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। লাশটি ২/৩ দিন আগের হাওয়ায় একেবারে ফুলে-ফেঁপে গিয়েছে। তবে প্রাথমিকভাবে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com