সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ
কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জ উপজেলার দশটি ইউনিয়নের ১১৮ জন নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই শপথ বাক্য পাঠ করান কেরানীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল আমিন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর প্রমুখ।
এ সময় কেরানীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্যদের প্রতি দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন।
শপথ গ্রহণ শেষে জিনজিরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আছিয়া খাতুন আলো সংবাদিকদের বলেন আমি সাবেক মেম্বার ছিলাম এবারো আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। ইনশাআল্লাহ্ আমি আমার সংরক্ষিত ওয়ার্ডের সকলকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে সার্বিক চেষ্টা করব