সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
কেরানীগঞ্জের নীলিমা সমিতির মালিক মোমেন ও দুই সহযোগীসহ পুলিশের হাতে আটক।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু
ঢাকার কেরানীগঞ্জে ভুয়া এনজিও নীলিমা সমবায় সমিতির নামে ৮-১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার মূলহোতা মোমিনসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। গত বছরের ২৫ অক্টোবর এনজিও নীলিমা সমবায় সমিতির মালিক টাকা নিয়ে গাঢাকা দিলে তথ্য প্রযুক্তির সাহায্যে তাদের বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে শরীয়তপুর জাজিরা থানাধীন দক্ষিন দুগলদিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর এ তথ্য জানান।
তিনি জানান, উপজেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার কদমতলী এলাকায় আসামি মোমিন ভুয়া এনজিও নীলিমা সমবায় সমিতি গড়ে তোলে। আসামি মোমিনের মিথ্যা প্রলোভনে এলাকার সহজ-সরল গরিব, দিন-মজুর নারী ও পুরুষেরা তাদের কষ্ট অর্জিত টাকা আসামি মোমিনের কথিত এনজিও নীলিমা সমবায় সমিতিতে জমা করে। গ্রাহকদের জমাকৃত প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা নিয়ে আসামি মোমিন ও তার সহযোগীদের নিয়ে গত ২৫ অক্টোবর কেরানীগঞ্জ হইতে পলাতক হয়।
শাহাবুদ্দিন কবীর আরো জানান, ভুক্তভোগীরা বিভিন্ন জায়গায় মানুষের বাড়ি কাজ করে, ভাত বিক্রি করে টাকা দিছে আসামি মোমিনকে এবং তার সহযোগীরা পরবর্তীতে তাদের টাকা নিয়ে পলাতক হলে ভুক্তভোগীরা কদমতলী গোলচত্বর ঘেরাও করে আন্দোলন করে। মোমিনকে গ্রেফতার করে তাদের টাকা আদায় করে দেয়া হবে এই শর্তে আন্দোলনকারীরা পুলিশের উপর আস্তা রেখে তাদের আন্দোলন বন্ধ রাখে। পরবর্তীতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এ বিষয়ে ৭২(১০)২১ ও ৮৭(১০)২১ ধারা- ৪০৬/৪২০/৩৪ পেনাল কোড দু’টি মামলা রুজু হয় এবং মোমিনকে গ্রেপ্তার করার সর্বাত্মক চেষ্টা শুরু করা হয়। কিন্তু ধ্রুত মোমিন অসংখ্য লোকের টাকা মেরে এতটাই কৌশলী হয় যে সে বিভিন্ন জায়গায় একটা বিয়ে করে সেখানে অবস্থান করা শুরু করে সর্বশেষে শরিয়তপুরের নতুন আরেকটি বিয়ে করে ওখানে অঢেল সম্পদ গড়ে তোলার পরিকল্পনা করে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানান এ কর্মকর্তা।