বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
রাজধানীর কামরাঙ্গীরচরের একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে ফেনসিডিলসহ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটকৃতের নাম বাতেন তালুকদার (৩৮); পিতা ফয়জুল তারুকদার। তিনি কামরাঙ্গীরচর ৩২ শয্যাবিশিষ্ট হাসপাতাল এলাকার বাসিন্দা।
মঙ্গলবার তাকে তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান কামরাঙ্গীরচরের তালুকদার ডায়াগনস্টিক সেন্টার থেকে ১৭ বোতল বিক্রয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আটক করে গোয়েন্দা পুলিশ।
জানা যায়, আটককৃত বাতেন কামরাঙ্গীরচরের ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম ও কাউন্সিলর মোহাম্মদ হোসেনের ঘনিষ্ঠজন বলেও এলাকাবাসী সূত্রে জানা যায়।
সূত্র আরো জানায়, বিগত ২০০০ সালে বাতেন পশ্চিম রসুলপুর ইউনিট ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকা কালীন ফেনসিডিল ও গাজাসহ গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেল খেটেছেন। জেল থেকে ছাড়া পাবার পর তিনি গোপনে আবারও মাদকব্যবসার সাথে জড়িয়ে পরে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার তাতে মাদকসহ আটক করে গোয়েন্দা পুলিশ।