রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ চব্বিশের বিজয়ের চেতনায় ইসলামী সংস্কৃতির বিজয়ের পথ সুগম হোক -স্বপ্নসিঁড়ি কেরানীগঞ্জে শিক্ষা খাতে সর্বাধুনিক সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করল উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা সাধারণ সম্পাদক নিরব। রাজধানীর পুরান ঢাকার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে শাক্তা বড় মসজিদের পাশে রাস্তা থেকে শামীম আজাদ(৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার। ওল্ড ঢাকা ৯৫ এর আয়োজনে পিঠা উৎসব ও হাস পাটি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এড,মোহাম্মদ খোরশেদ আলমকে তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচছা রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

৭৫১৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

 

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার তিনদোকান বাজার এলাকা হতে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ৭৫১৫ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ মার্চ ২০২২  সোমবার আনুমানিক ভোর ০৪.০০ ঘটিকা হতে ০৫.৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার তিনদোকান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ২২,৫৪,৫০০/- (বাইশ লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশত) টাকা মূল্যের ৭৫১৫ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিগণ ১। আবু তাহের (২১), পিতা-সৈয়দ আহম্মদ, মাতা-ছায়েরা খাতুন, সাং-কুতুপালং (রোহিঙ্গা রেজিষ্টার ক্যাম্প, ডি ব্লক), থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ২। হাইরুল আমিন @ খাইরুল আমিন (২২), পিতা-মোঃ আমিন, মাতা-নুরজাহান, সাং-কুতুপালং (রোহিঙ্গা ক্যাম্প-২, ইষ্ট), থানা-উখিয়া, জেলা-কক্সবাজার বলে জানা যায়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার তিনদোকান বাজার এলাকায় অভিনব কায়দায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা পাচার এবং ক্রয়-বিক্রয় করিতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ী চক্রটিকে গ্রেফতারের লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন তিনদোকান বাজার এর শাহজাহান জেনারেল ষ্টোরের সামনে পাকা রাস্তা উপর উপস্থিত হইলে র‌্যাবের উপস্থিতি টের পাইয়ায় দুইজন লোক একটি ব্যাগ নিয়ে দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের দেহ এবং তাদের নিকট থাকা একটি ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে রক্ষিত ৭৫১৫ পিস ইয়াবা জব্দ তালিকা মূলে জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদ্বর পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host