শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
কেরানীগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ১জন
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অপরিকল্পিত ভাবে তৈরি করা বাণিজ্যিক ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে শুক্কুর বেপারী(২৮) নামের এক যুবক অগ্নিদগ্ধ হয়েছে।এতে তার শরীরের ৭৭ শতাংশ পুড়ে গেছে বলে ডাক্তারের বরাত দিয়ে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করে। অগ্নিদগ্ধ শুক্কুর আলী শরীয়তপুর জেলার জাজিরা বড়কান্দি এলাকার মোস্তফা বেপারীর ছেলে।
শনিবার ভোররাত পাঁচটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গুদারাঘাট নামাপাড়া এলাকার নুরু মেম্বারের মার্কেটে এ ঘটনা ঘটে। মার্কেটের চতুর্থ তলার একটি পাঞ্জাবি কারখানার মালিক শুকুর আলী শবে বরাতের রাতে নামাজ শেষে কারখানায় ঘুমানোর প্রস্তুতি নেয়ার সময় মশার কয়েল জ্বালাতে গেলে হঠাৎই বিস্ফোরণ ঘটে। এতে তার শরীরে আগুন লাগে এবং কারখানায় থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনার বিষয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি আমরা জানতে পেরেছে। ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।