বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
কেরানীগঞ্জের দিনকাল প্রতিনিধি শেখ শামীমের মা ইন্তেকাল করেছেন তার জানাজা সম্পূর্ণ।
গয়েশ্বর ,আমানের শোক
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
রাজধানী ঢাকার কেরাণীগঞ্জের দৈনিক দিনকালের প্রবীণ সাংবাদিক শেখ মো.শামীম উদ্দিনের গর্ভধারণী মা সমিরণ নেছা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত শনিবার রাত ২ টার সময় ঢাকা ন্যাশনাল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বার্ধক্যজনিত কারনে মুত্যু বরণ করেণ। তার স্বামীর নাম মরহুম শেখ মোহাম্মদ শামসুদ্দীন। তার মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৯২) বছর।
এসময় তিনি ৪ ছেলেসহ ৫ মেয়ে নাতি-নাতনিসহ বহুগুণগ্রাহী,আত্মীয়-স্বজন রেখে গেছেন। শনিবার বাদ যোহর পাড়গেন্ডারিয়া কেন্দ্রীয় পুরাতন জামে মসজিদ এর প্রাঙ্গণে তার নামাজে জানাজায় অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় রাজনীতিবিদ, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । জানাজা শেষে স্থানীয় পারগেন্ডারীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ীকমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক ডাকসুর ভিপি ,ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান। বাড়ীতে এসে শোকাহত পরিবারকে সমবেদনা জানান দক্ষিন কেরাণীগঞ্জ থানা বিএনপির সভাপতি এ্যাডভোকেট নিপূন রায়। আগামী ৩১ মে মঙ্গলবার পাড়গেন্ডারিয়া কেন্দ্রীয় পুরাতন জামে মসজিদে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে , নিকটতম আত্মীয় স্বজনদের মরহুমার কুলখানিতে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন, মরহুমার বড় ছেলে ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি, কেরানীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক,বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক এডভোকেট সুলতান নাসের ।