সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে জাতীয় শোক দিবস ১৫ আগস্ট উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে আজ সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শোক দিবসের এই আলোচনা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা বীর মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার সিদ্দিকুর রহমান, মোঃ ফিরোজুর রহমান, মোঃসাহাবুদ্দিন, মোঃ লিয়াকৎ, মোঃ খলিলুর রহমান, মোঃ নূরুল হুদা মাস্টার, মোঃ মনসুর আলী, মোঃ লাল মিয়া ও আফজাল হোসেন ডিপ্টি প্রমূখ।