শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে মডেল থানাধীন শাক্তা আরশীনগর টাওয়ার রোড এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদে রড উঠাতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুতায়িত হয়ে রাজিব নামের এক নির্মাণ শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছে।
নিহত রাজিব শরীয়তপুরের কার্তিকপুর গ্রামের শহীদ খানের ছেলে।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে আটিবাজার আয়েশা হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাজিবের মৃত্যু হয়। এর আগে সকালে স্থানীয় তাজুল ইসলামের নির্মাণাধীন একটি ভবনে কোন প্রকার নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই রড উঠাতে গেলে এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি ভবন মালিক প্রভাবশালী হওয়ায় কোন প্রকার সুরক্ষা ও নেট ব্যবহার ছাড়াই ভবনের কাজ করায় এর আগেও ছাদের উপর থেকে নির্মাণ সামগ্রী পড়ে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।