শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
ঢাকার কেরানীগঞ্জে সোনালী মন্ডল (১৮), নামের এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা অভিযোগ।
উঠেছে শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের জা( সন্ধ্যা রানী মন্ডল(৩০) নামের একজনকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। নিহত সোনালী মন্ডলের পিতার নাম উত্তম মন্ডল।
শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘুরিয়া দক্ষিণপাড়া আখড়াবাড়ি এলাকার ঘুঘু চান মন্ডলের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছে শ্বশুরবাড়ির লোকেরা এমন দাবি করলেও নিহতের পরিবারের দাবি মেয়েকে হত্যা করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত ওসি) মাসুদুর রহমান জানান, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মিডফোর্ট হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট শেষে আসল রহস্য উৎঘাটন হবে। নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।