রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
কেরানীগঞ্জে ঢাকা জেলা পুলিশ সুপার পুজামন্ডপ পরিদর্শন করেন।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষে কেরানীগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
এতে রবিবার(২রা অক্টোবর) রাত আটটায় তিনি কেরানীগঞ্জ মডেল থানা এলাকার মালোপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। পরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পূজার উপহার হিসেবে শাড়ি কাপড়,ধুতি লুঙ্গি বিতরণ করেন।
এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন,
বাংলাদেশ অসাম্প্রদায়ীক সম্প্রীতির দেশ। এখানে যে কোনো উৎসব হিন্দু মুসলমান সবাই সমান আনন্দেও ভাগিদার হয়।
এতে অন্যান্যর মধ্যে ঢাকা জেলা সহকারী পুলিশ সুপার (ডিবি) মোবাশ্বেরা হাবিব খান, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির, দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ,
আগানগর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ্ খুশি, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিভি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।