শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
বাগেরহাটে অপহরণ মামলার ভিকটিম উদ্ধার
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার হয়েছে। রবিবার (৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার পিবিআই মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মোঃ ইয়াসিন আরাফাত এর নেতৃত্বে মোঃ বেনজীর আহম্মেদ, মোঃ হাসানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বাগেরহাটের রঘুনাথপুর হাইস্কুল এর পাশে সোবাহান শেখ এর বসত বাড়ী থেকে ভিকটিমকে উদ্বার করে।
এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মোঃ ইয়াসিন আরাফাত বলেন ভিকটিমের জবানবন্দি ও মেডিকেল করে নাঃ শিঃ নিঃ দমন আইনের ২২ ধারা মতে লিপিবদ্ধ করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।