বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১০:২২ অপরাহ্ন
র্যাব-১০ এর অভিযানে মুন্সিগঞ্জের সিরাজদীখান এলাকা হতে ১২০ লিটার চোলাই মদসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত ১৩/১১/২০২২ তারিখ র্যাব- ১০ এর একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানাধীন কচুয়ামোড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১২০ (একশত বিশ) লিটার চোলাই মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৬৫) বলে জানা যায়। এসময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ সিরাজদীখানসহ আশপাশের বিভিন্ন এলাকায় চোলাই মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।