শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
কেরানীগঞ্জে চোরাই গরু উদ্ধার,৪ জন গ্রেফতার।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
কেরানীগঞ্জ মডেল থানার ব্রাহ্মণ কিত্তা এলাকার কৃষক শামীম বাড়ির পাশের খালি মাঠে তার পালিত দুটি গাভী ও দুটি বাছুর ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রেখে যায়। বিকেলে এসে দেখে তার একটি বাদামী রঙের গাভী সেখানে নেই। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে অবশেষে সোমবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ২৪ ঘন্টার মধ্যেই গরুসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেন কেরানীগঞ্জ মডেল থানার এসআই অলক। গ্রেপ্তারকৃতরা হলেন: মো. হাবিবুর রহমান (৩০), মো. আসাদুর রহমান স্বাধীন (৩০), মো. লাফি (২৮) ও মো. জুয়েল হাওলাদার (৩৫)।
মঙ্গলবার (৩রা জানুয়ারী) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এমনটা জানান মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ। তিনি জানান, অভিযোগটি আমলে নিয়ে স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে নেকরোজবাগের ডায়মন্ড মেলামাইনের সামনে থেকে চুরি যাওয়া গরু উদ্ধার ও চুরির সঙ্গে জড়িত ৪ চোরকে পিকআপসহ গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত গরুটি তাঁর মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এ সময় অন্যানের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) খালেদুর রহমান, ইন্সপেক্টর (অপারেশন) আশিকুর রহমান, এসআই আবুল কালাম আজাদ, এস আই অলক উপস্থিত ছিলেন।