রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পক্ষ থেকে ঢাকার কেরানীগঞ্জে শীতবস্ত্র (কম্বল) উপহার পেলেন প্রতিবন্ধী দুঃস্থ ও অসহায় আটশতাধিক শীতার্ত।
বৃহস্পতিবার (১৩জানুয়ারী) বিকেলে কেরানীগঞ্জের আগানগর আমবাগিচা মাঠে এ শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তৈয়বা মুসাররাত জাহা চৌধুরী (সভানেত্রী পুনাক)।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাকের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মুনমুন আহসান, সমাজ কল্যান সম্পাদিকা তৌহিদা নুপুর, নাসিমা আমিন,, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর , কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জামান ,কেরানীগঞ্জ মডেল থানার ওসি তদন্ত খালেদুর রহমান, অপারেশন ওসি মোঃ আশিকুর রহমান, প্রমুখ।
অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শীতার্তদের মাঝে কম্বলগুলো বিতরণ করে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে পুনাকের প্রতি শীতার্তরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।