শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
কেরানীগঞ্জে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
কেরানীগঞ্জের গর্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ঢাকা-৩ আসনের মাননীয় সাংসদ,বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর পিতা অধ্যাপক হামিদুর রহমানের ৩৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া-মোনাজাত ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগ।
বৃহস্পতিবার (২৩শে ফেব্রুয়ারী) বাদ মাগরিব পূর্ব আগানগর গুদারাঘাটে আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবকলীগের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক মানিক শেখ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম,ই মামুন দোয়া মোনাজাতে শরিক হন। দোয়া মোনাজাত শেষে প্রায় ৮ শতাধিক দুস্থ অসহায় গরীব মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এতে অন্যানের প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান,ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির,আঞ্চলিক শাখা আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম, কেরানীগঞ্জ বস্ত্র ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি স্বাধীন শেখ,আঞ্চলিক শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের (ভারপ্রাপ্ত) সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ইলিয়াস খান সহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।