বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা সাধারণ সম্পাদক নিরব। রাজধানীর পুরান ঢাকার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে শাক্তা বড় মসজিদের পাশে রাস্তা থেকে শামীম আজাদ(৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার। ওল্ড ঢাকা ৯৫ এর আয়োজনে পিঠা উৎসব ও হাস পাটি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এড,মোহাম্মদ খোরশেদ আলমকে তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচছা রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকার কুমারটুলিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন

ও কালাচান’ নিয়ে আসছেন শিল্পী রাকা পপি

ও কালাচান’ নিয়ে আসছেন শিল্পী রাকা পপি

বিনোদন প্রতিবেদক মোঃ ইমরান হোসেন ইমু।

সেই ছোট বেলা থেকে গানের সাথে যুক্ত। বাবা-মা দু’জনের ইচ্ছা মেয়ে গান করুক। তাইতো, তার সংগীতের এই পথচলায় তারা পাশে থেকেছেন প্রতি মুহূর্তে। তিনি রাকা পপি। সংগীতের একাধিক শাখায় দখল আছে এই শিল্পীর। গান শিখেছেন উচাঙ্গ সংগীতের শিক্ষক শ্রদ্ধেয় মঙ্গল চন্দ্র মন্ডলের কাছে। এরপর বুলবুল ললিতকলা একাডেমী থেকে উচ্চাঙ্গ সংগীত ও ছায়ানট থেকে লোকসংগীতের তালিম নিয়েছেন দীর্ঘদিন।

পাশাপাশি বিবিএ, এমবিএ ও এল.এল.বি শেষ করেছেন সফলতার সাথে। বর্তমানে ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভস ঢাকাতে সংগীত বিষয়ে মাস্টার্সে অধ্যয়নরত। ইচ্ছা আছে সংগীত নিয়ে আরও উচ্চশিক্ষার নেয়ার ।

তবে সবকিছুই করছেন সঙ্গীতের আঙ্গিনায় হাঁটাচলা করেই। বাংলাদেশ বেতার ও টেলিভিশিনে নিয়মিত গান করেন। এরই ধারাবাহিকতায় এবার ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পেতে যাচ্ছে রাকা পপির নতুন গান।

‘ও কালাচান’ শিরোনামের গানটি লিখেছেন রামানন্দ সরকার। সুর ও সংগীতায়োজন করেছেন ভারতের জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালক আকাশ সেন। গানের কথার সাথে মিল রেখে গানটির দৃষ্টি নন্দন ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে আলভি মামুন ও তৃষ্ণাকে। আছে রাকা পপির উপস্থিতিও।

নিজের নতুন এই গান নিয়ে উচ্ছ্বসিত রাকা পপি জানালেন, ‘দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক আকাশ সেন খুবই চমৎকার ভাবে গানটির সুর ও সংগীত করেছেন। গানটির কথা, সুর, সঙ্গীত এবং সেই সাথে ভিডিও সবমিলে এত নান্দনিত একটা কাজ হয়েছে যে, আমি মনে করি বর্তমান সময়ের শ্রোতা-দর্শকদের ভীষণ ভালো লাগবে গানটি। আর তাদের ভালো লাগলেই আমি এবং আমার টিমের সবার পরিশ্রম সার্থক।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ১১ মে, বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানলে অবমুক্ত করা হবে ‘ও কালাচান’ গানটির ভিডিও। সেই সাথে গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host