বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
কুমিল্লা মাদক ধরিয়ে দেওয়ার অভিযোগ তুলে যুবকের হাতের রগ কেটে দিলেন মাদক ব্যবসায়ী!
আসলাম সুমন, নিজস্ব প্রতিবেদক:-
কুমিল্লা পুলিশের সোর্স সন্দেহে ধারালো অস্ত্রে কুপিয়ে এক যুবকের ডান হাতের রগ কেটে মারাত্মক রক্তাক্ত জখম করে দেওয়ার অভিযোগ উঠেচ্ছে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে । সরজমিনে গিয়ে জানা যায় কুমিল্লা আদর্শ সদরের ৫নং পাঁচথুবী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শাহপুর গোমতীর চরে ১৭ জুলাই ২০২৩ইং তারিখে সকাল অনুমান ১১টাযর সময়ে মাদক ব্য সায়ীরা এঘটনা ঘটায় । এব্যাপারে কোতয়ালী মডেল থানায় ১টি অভিযোগ দায়ের করেন ভোক্তাভোগীর ভাই আক্তার হোসেন।
জানা যায় যে শাহপুর গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার পুত্র আনোয়ার (২৮) প্রতিদিনের মতো গরু চরানোর জন্য গোমতীর চরে যান।সকাল ১১ টাযর সময়ে হঠাৎ একই গ্রামের মৃত নুরু মিয়ার পুত্র আনোয়ার (৩৮) ধারালো অস্ত্র নিয়ে এসে বলে-“তুই আমার মালের ইনফরমেশন দিয়ে ৮ লাখ টাকার ক্ষতি করেচস,তুরে মেরে ফেলব বলে কুপ মারেলে”ডান হাতের রগ কেটে যায় আনোয়ারের! জীবন বাঁচাতে আনোয়ার গোমতী নদীতে ঝাঁপিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন।
এঘটনায় আহত আনোয়ারের ভাই আক্তার মিয়া বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় ১টি অভিযোগ দায়ের করেন । তদন্ত কর্মকর্তা এস আই এয়ামিন সুমন জানান, অভিযোগ পেয়েছি এবিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে অভিযুক্ত আনোয়ারের বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায় নি,তার মোবাইল ফোনটি বন্ধ। অভিযুক্ত আসামী আনোয়ার এর বিরুদ্ধে রয়েছে হত্যা,মাদক ও অস্ত্র সহ একাধিক মামলা। সে শাহপুরের চিহ্নিত পাইকারী মাদক ব্যবসায়ী ।