শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
কেরানীগঞ্জে সাংবাদিকের হেনস্থা ও ক্যামেরা ভাংচুর করায় অভিযুক্ত পুলিশের বিচারের দাবিতে প্রতিবাদ সভা।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে বাংলা টিভি র প্রতিনিধি আরিফুল ইসলামের উপর উপর পুলিশী হেনস্থার প্রতিবাদে অভিযুক্ত পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেনের বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে কেরানীগঞ্জ প্রেসক্লাব।
সোমবার সকালে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রায়হান খানের সভাপতিত্ব ও
কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তারা ৭২ ঘন্টার মধ্যে ইন্সপেক্টর আনোয়ার হোসেনের প্রত্যাহার ও বিভাগীয় শাস্তির দাবি জানান।
এতে অন্যান্যের মধ্যে কেরানীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক চৌধুরী, সহ-সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিপ্লব, নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, মোহাম্মদ রাকিব হোসেন, সহ কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
এসময় কেরানীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোস্তফা কামাল হুশিয়ারি উচ্চারণ করে বলেন যদি অভিযুক্ত পুলিশ সদস্য ইন্সপেক্টর আনোয়ারকে কেরানীগঞ্জ থেকে সরিয়ে তার বিরুদ্ধে আইনগতভাবে বিভাগীয় তদন্তের ব্যবস্থা করা না হলে আরো কঠোর আন্দোলনে যাওয়া হবে। এ সময় তিনি আরো বলেন বিচার না করা হলে পুলিশের সকল প্রকার সংবাদ কার্যক্রম বর্জন করা হবে।