শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
ডাঃ আবুল কালামের কুলখানি অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার নবাববাড়ি পুকুর পাড় এলাকার বাসিন্দা ডাঃ আবুল কালামের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ ই নভেম্বর রোজ রবিবার
বেলা ১১ টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
নবাববাড়ি পুকুর পাড় জামে মসজিদে প্রথম জানাজা শেষে
বিবাড়ীয়া নবীনগর থানা চুওরিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কুলখানি উপলক্ষে বিবাড়ীয়া নবীনগর থানার নিজ গ্রামের দুটি মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমের আত্নীয় স্বজন শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। তার ছেলে মো,জিলানি তার পিতার আত্নার মাগফেরাত কামনা করে সকলের দোয়া চেয়েছেন।