শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়িতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৭তম তিরোধান স্মরণোৎসব দিবস উদযাপিত হয়েছে।
শনিবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকার শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
দিবসের তাৎপর্য তুলে ধরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, এই দিনটি প্রতিদিন আসে না। তাই দিবসটির মর্মকথা হৃদয়ে ধারণ করতে হবে। বাবা লোকনাথ ব্রক্ষ্মচারীকে জানতে হবে। তবেই জীবন সার্থক হবে।
লোকনাথ সেবাশ্রমের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নির্মল কান্তি দাশের সভাপতিত্বে সেবাশ্রমের সাধারণ সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্য্য, সনাতন সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট বিধান কানুনগো ও খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর অতীশ চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।
এর পরপরই মাটিরাঙা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। অনুষ্ঠানে মাটিরাঙা পৌরসভার মেয়র মো. শামছুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
পরে খাগড়াছড়ি জেলা সদরে সনাতনী সম্প্রদায়ের মহাশ্মশান ‘শেষ ঠিকানা’র উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।