সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
মানিকগঞ্জ জেলার সিংগাইর থানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অস্রসহ মোঃ লাবু মিয়া (৩৮) নামে এক ব্যাক্তিকে আটক করেছে র্যাব সদস্যরা।
গতকাল বুধবার গভীর রাতে সিংগাইর থানার চর আটি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তার কাছ থেকে একটি কাটা রাইফেল, ৭.৬৫ বোরের ৩ রাউন্ড গুলি, ২৪০ পিস ইয়াবা, ৭ বোতল বিদেশি মদ ও ৩৫ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।
র্যাব ১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) কেরানীগঞ্জ ক্যাম্প কমান্ডার সৈয়দ ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করে প্রতিদিনের সংবাদকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ ঘটনায় সিংগাইর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।