শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
শামীম আহম্মেদ :
কেরাণীগঞ্জ কোনাখোলা ক্লাস্টারের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দর আয়োজনে “মায়ের দেয়া খাবার খাই,মনের আনন্দে স্কুলে যাই” এমন শ্লোগান নিয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষার গুণাগত মান উন্নয়নে ‘ পঠন ও লিখন শৈলী বৃদ্ধিকরণ ’ ওয়ান ডে ওয়ান ওয়ার্ড ’এবং মিড ডে মিল বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে কেরাণীগঞ্জ উপজেলার কোনাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া পেরদৌসী শিখা। বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রাথমিক সহঃ শিক্ষা অফিসার সাখাওয়াৎ এরশেদ, কেরাণীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মাজেদা সুলতানা। উপজেলা সহকারী শিক্ষা অফিসার ঝর্ণা রাণী পাল এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ,সহকারী শিক্ষা অফিসার ফারজানা শেলী, মোহাম্মদ জিয়াউর রহমান, পলি রানি সরকার, আম্বিয়া খাতুন, মো.আখলাকুর রহমান প্রমূখ।