শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
তথ্যপ্রযুক্তি মামলায় সাংবাদিক মিতুর জামিন লাভ
ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০১৯: আইসিটি আইনের মামলায় গ্রেফতার হওয়া সাংবাদিক শারমিন সুলতানা মিতু জামিন লাভ করেছে। বৃহস্পতিবার ঢাকার বিকেলে সাইবার ট্টাইব্যুনালের বিচারক তার জামিন মঞ্জুর করেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন তার পক্ষে জামিন শুনানী করেন।
২০১৮ সালে সাংবাদিক মিতুর বিরুদ্ধে শ্রীপুরের এক কথিত ডাক্তার মোস্তফা কামাল তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। ওই ডাক্তার শ্রীপুরে ফার্মেসীর মধ্যে হাসপাতাল বানিয়ে বিভিন্ন রোগের অপচিকিৎসা করতো। এছাড়া ওই ডাক্তারের বিরুদ্ধে এই সংক্রান্ত সংবাদ প্রকাশ হওয়ায় প্রশাসন তার অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়।
গত ৭ সেপ্টেম্বর দুপুরে মিতুকে গাজীপুরের নিজ বাসা থেকে দেড় বছরের শিশুপুত্র রেখে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।
সাহসী সাংবাদিক শারমিন সুলতানা মিতু বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য। সংগঠনের পক্ষ থেকে ন্যায় বিচারের দাবি করা হচ্ছে।