শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
বরেণ্য চিত্রগ্রাহক মাহফুজ রহমান খানের জীবন বাঁচাতে প্রধানমন্ত্রীর নিকট সহযোগিতা চাইলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।।।বরেণ্য চিত্রগ্রাহক মাহফুজ রহমান খানের জীবন বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করলেন
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী সভাপতি ফাল্গুনি হামিদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া বরেণ্য চিত্রগ্রাহক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সদস্য মাহফুজুর রহমান খান এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁকে এরই মধ্যে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে,
গতকাল সোমবার রাতে বাসায় খাবার খাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন খাবার তাঁর খাদ্যনালির বাইরে চলে যায়। মুহূর্তেই তিনি জ্ঞান হারান। স্বজনেরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসক মইনুল আহসান বলেন, ‘মাহফুজুর রহমান খানের ফুসফুস ও পাকস্থলীতে প্রচুর পরিমাণে রক্ত জমা হয়েছে। আজ সকালে পাকস্থলী থেকে ২ লিটার রক্ত বের করা হয়। আইসিইউতে তাঁকে ভেন্টিলেটর মেশিনে রাখা হয়েছে। চিকিৎসকেরা চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। শরীরের বিভিন্ন অঙ্গ চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছে না। তাঁর বয়স আর শারীরিক অবস্থা বিবেচনা করে যতটা বোঝা যাচ্ছে, পরিস্থিতি মোটেই অনুকূল নয়।’
এই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য মাহফুজুর রহমান খানকে দেশের বাইরের কোনো হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব? চিকিৎসক মইনুল আহসান বলেন, ‘রোগীর স্বজনেরা যদি নিয়ে যেতে চান, আমরা বাধা দেব না।
তবে অবশ্যই এয়ার অ্যাম্বুলেন্সে করে নিতে হবে। সেখানে ভেন্টিলেটরের সুবিধা থাকতে হবে। তবে আমি বলব, তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
মাহফুজুর রহমান খান নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটবার বাচসাস পুরস্কার এবং একবার বিশেষ বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার পেয়েছেন।
এই কিংবদন্তি শিল্পীর আরোগ্য লাভের জন্য সমগ্র দেশ বাসীর কাছে দোয়া করেছেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
–পি, কে বর্মণ
সহ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ( কেন্দ্রীয় কমিটি)