শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে শিক্ষা খাতে সর্বাধুনিক সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করল উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা সাধারণ সম্পাদক নিরব। রাজধানীর পুরান ঢাকার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে শাক্তা বড় মসজিদের পাশে রাস্তা থেকে শামীম আজাদ(৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার। ওল্ড ঢাকা ৯৫ এর আয়োজনে পিঠা উৎসব ও হাস পাটি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এড,মোহাম্মদ খোরশেদ আলমকে তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচছা রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচন অনুষ্ঠিত হয়

“মো. ইমরান হোসেন ইমু”

উৎসবমুখর পরিবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বি-বার্ষিক নির্বাচন শুরু হয়েছে। সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয়। শেষ হয় বিকেল ৫টায়।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত ডিইউজে নির্বাচনে এবার ভোটার ৩ হাজার ২২৩ জন।নির্বাচনে ১৯ পদের বিপরীতে ৪টি প্যানেল ও স্বতন্ত্রপ্রার্থী মিলে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

প্রার্থীদের প্যানেলগুলো হলো- আবু জাফর সূর্য-সাজ্জাদ আলম খান তপু, আতাউর রহমান-এম এ কুদ্দুস পরিষদ, কুদ্দুস আফ্রাদ-সোহেল হায়দার চৌধুরী এবং জাফর ওয়াজেদ-খায়রুজ্জামান কামাল প্যানেল।

অন্যদিকে প্যানেলের বাইরেও পাঁচজন স্বতন্ত্র প্রার্থী সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছেন। তারা হলেন- অমিয় ঘটক পুলক, অনুপ খাস্তগির, রওশন ঝুনু, সেবীকা রানী ও গাজী জহিরুল ইসলাম।

এছাড়া সহ-সভাপতি পদে লড়াই করেছেন আল আব্বাস, কাজী মোহসীন, খন্দকার মোজাম্মেল হক, বরুণ ভৌমিক নয়ন ও মঞ্জুশ্রী। যুগ্ম সম্পাদক পদে লড়াই করছেন খায়রুল আলম, আক্তার হোসেন, মোহাম্মদ শাহজাহান মিয়া ও শামীমা আক্তার। নির্বাহী সদস্য ৯ পদের বিপরীতে ৩৪ জন প্রার্থী লড়াই করেছেন।

এর আগে ১৪ ফেব্রুয়ারি ডিইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আবু তাহের নির্বাচনী তফসিল ঘোষণা করেন। সেই মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হয়।

আতাউর-কুদ্দুস পরিষদ এর
* সকল গণমাধ্যম কর্মদের জন্য ওয়েজ বোর্ড গঠন ও বাস্তবায়ন এবং বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ।
* ডিইউজের নিজস্ব কল্যাণ তহবিল গঠন, সদস্যদের কল্যাণ ও আর্থিক নিরাপত্তা বিধান এবঙ অসুস্থ সাংবাদিকদের তাৎক্ষণিক সহায়তা ও আইনি সহায়তা প্রদান উদ্যোগ গ্রহণ।
* ডিইউজের সদস্যদের আবাসন সমস্যার সমাধনে কার্যকরী উদ্যোগ গ্রহণ।
* ইউনিয়নের সদস্যদের ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন, মিডিয়া সেন্টার খোলা ও ডিইউজের নিজস্ব ওয়েব সাইট চালু করা।
* নিয়মিত ডিইউজে বার্তা প্রকাশ ও পেশাগত মান উন্নয়নের জন্যে সদস্যদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা এবং নারী সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি ও কল্যাণের উদ্যোগ।
* সংবাদপত্র, সাংবাদিক-কর্মচারী (চাকরি ও শৃঙ্গলা) অধ্যাদেশ, ১৯৭৪ আধুনিক ও যুগোপযোগী করে পুনর্বহালের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া।
* সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সিনিয়র সাংবাদিকদের অবসর ভাতা চালু ও পদক প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করা।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host