শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা যাবে ২৪ ঘণ্টা, পুলিশ হেডকোয়ার্টার্সে ‘আইজিপি’স কমপ্লেইন সেল’ এখন থেকে সার্বক্ষণিক অর্থাৎ ২৪ ঘণ্টাই চালু থাকবে।
জনসাধারণ এখন থেকে পুলিশ সদস্যের যেকোনো অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি, কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে অথবা ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে এবং complain@police.gov.bd ই-মেইলে এ সেলে অভিযোগ করতে পারবেন।
সোমবার পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, এতদিন এ সেলে শুধু অফিস চলাকালে অভিযোগ গ্রহণ করা হতো, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (ডিএন্ডপিএস-১) এর তত্ত্বাবধানে সেলটি পরিচালিত হবে বলেও জানায় সংস্থাটি।