শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়বাজার, নিউমার্কেট ও দৌলতদিয়ার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা স্টাফ রিপোর্টার :
রবিবার ০৫ জুলাই জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনা এবং জেলা প্রশাসক মহোদয়ের তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এর নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়বাজার, নিউমার্কেট ও দৌলতদিয়ার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
এসময় পণ্যের মোড়কীকরণ বিধি বহির্ভূত পণ্য ও নির্ধারিত মূল্যের অতিরিক্ত মুল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৩৭ ও ৪০ ধারায় মেসার্স রতন ডিপার্টমেন্টাল স্টোরকে ১৮,০০০/- টাকা, মেসার্স সিটি মার্বেলকে অভিযোগের প্রেক্ষিতে মুল্য বেশি নেয়ায় ৪০ ধারায় ৪,০০০/- টাকা এবং মেসার্স উজ্জ্বল অধিকারীকে ক্রয় রশিদের সাথে মুল্য তালিকার সামঞ্জস্যতা না থাকায় ৪৫ ধারায় ১,০০০/- টাকা সহ ০৩টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় মোট ২৩,০০০/- টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।