শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
হরিরামপুরে গ্রামপুলিশদের মাঝে বাইসাইকেল ও পোষাক বিতরণ
আবিদ হাসান, হরিরামপুর,মানিকগঞ্জ
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় ১৩টি ইউনিয়নের ১২১ জন গ্রামপুলিশের মাঝে বাইসাইকেল ও পোষাক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে হরিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাইসাইকেল ও পোষাক বিতরণ করা হয়।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, মানিকগঞ্জ এর উপপরিচালক (উপসচিব) ফৌজিয়া খান, হরিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন প্রমুখ।